ওয়াটার লেভেল কন্ট্রোলার বানাবার কৌশল জেনে নাও
বন্ধুরা আজ আমরা ওয়াটার লেভেল কন্ট্রোলার কিভাবে তৈরি করা যায় সেটা একদম বিস্তারিত এবং ছবি সহ জানবো । তোমরা যারা ইলেক্ট্রিক্যাল অথবা ইলেক্ট্রনিক্স এর ছাত্র ছাত্রী আছো তারা খুব সহজে এবং একদম কম সময়ের মাঝে এই প্রোজেক্ট তৈরি করে ফেলতে পারো । আবার ইচ্ছে হলে নিজেদের প্রয়োজনেও বানিয়ে ফেলতে পারো ওয়াটার লেভেল কন্ট্রোলার ।
ওয়াটার লেভেল কন্ট্রোলার এর প্রয়োজনীয়তা
সকলেই জানি পানির অপচয় আমাদের জন্য কতটা ভয়ঙ্কর । আমরা বাসা বাড়িতে পানির ট্যাংক ভরবার জন্য মটর ব্যবহার করি । অনেক সময় দেখা যায় যে ট্যাংক ভর্তি হয়ে পানি উপচে পরছে । এতেকরে যেমন পানির অপচয় হচ্ছে ঠিক তেমনি বিদ্যুৎ বিলও বারছে । এটা থেকে মুক্তি পাবার উদ্দেশে তোমরা এই প্রোজেক্ট কাজে লাগাতে পারো ।
এই প্রোজেক্টের বৈশিষ্ট্য
♥ ট্যাংকটিতে পানি যখন উচ্চ স্তর এ পৌছে যাবে তখন সবগুলো LED গুলো জ্বলে এবং Buzzer বাজা শুরু করে দিবে ।
♥ আমাদের এই সার্কিটে পানির তিনটি লেভেল চিহ্নিত করা যায় সেগুলো হলঃ নিম্ন, মধ্যম এবং উচ্চ বা সরবচ্চ স্তর ।
♥ ট্যাংকটিতে পানি যখন মেটাল কন্ডাক্টর স্পর্শ করে তখন LED গুলো জ্বলবে ।
এই প্রোজেক্ট দ্বারা যে সুবিধাগুলো পাবে তোমরা
১। তোমাদের বাসার ট্যাংকটি পানি দ্বারা পূর্ণ হয়ে গেলে সাথে সাথে এলার্ম বেজে উঠবে এবং তোমরা সহজেই বুঝে যাবে যে ট্যাংকটি ভর্তি হয়ে গেছে ।
২। আবার তোমার বাসার ট্যাংকটিতে কতটা পানি আছে সেটা আগে থেকেই বুঝতে পারবে ।
৩। আবার অনেক সময় মোটর অন করার পূর্বে জানতেও পারি না যে ট্যাংকে কি পরিমান পানি আছে।
এবার চলো তাহলে দেখে নেই ওয়াটার লেভেল কন্ট্রোলার তৈরি করতে হলে আমাদের কি কি প্রয়োজন পরবে এবং কিভাবে আমরা সেটা তৈরি করবো সেটা জেনে নেই ।
আমাদের আজকের প্রোজেক্ট তৈরির কম্পোনেন্ট গুলো হচ্ছেঃ
♦ ১২ ভোল্টের ভিসি পাওয়ার সাপ্লায় অথবা ব্যাটারি –১ পিস ।
♦ আইসি ULN2003 -১ পিস ।
♦ ডিজিটাল Buzzer -১ পিস ।
♦ মেটাল কন্ডাক্টর (ধাতব পরিবাহী) – ৪ পিস ।
♦ এলইডি লাইট মোট ৩ পিস (১ টি লাল,২ টি সবুজ)
♦ রিজিস্টর ১কিলোওহম(KΩ) ৩ পিস ।
ওয়াটার লেভেল কন্ট্রোলার এর সার্কিট ডায়াগ্রাম
কিভাবে তোমরা সংযোগ দিবে সেগুলো একদম সহজ ভাবে তুলে ধরা হলোঃ-
আমাদের তুলে ধরা সার্কিটে ব্যবহৃত আইসি ULN2003 এর ২,৪,৭ নম্বর পিন যথাক্রমে নিম্ন, মধ্যম ও উচ্চ স্তরের ইনপুট হিসেবে মেটাল কন্ডাক্টর M3, M2, M1 এর সাথে যুক্ত করতে হবে ।
এবার ৮ আট নম্বর পিন গ্রাউন্ড এর সাথে যুক্ত করতে হবে ।
তার পরে তোমরা ৯ নম্বর পিন এবং মেটাল কন্ডাক্টর M4, সাপ্লাই এর Vcc (+) এর সাথে যুক্ত করে দিবে ।
তারপর ১৫, ১৩ এবং ১০ নম্বর পিন তিনটি ১ KΩ রেজিস্টর এবং ডায়োডের এক প্রান্তের সাথে সিরিজে যুক্ত করে ডায়োডের অপর প্রান্ত Vcc (+) এর সাথে যুক্ত করে দিবে ।
তোমাকে এরপরে ১০ নম্বর পিন এবং লাল LED এর সাথে একটি Buzzer প্যারালাল এ যুক্ত করে দিবে আমাদের তুলে ধরা চিত্রের মতো করে ।
এবার তোমার কাজ শেষ, মানে তোমার ওয়াটার লেভেল কন্ট্রোলার প্রোজেক্ট তৈরি হয়ে গেছে । এটা কতটা সহজ খেয়াল করেছো তোমরা? তোমরা খুব অল্প সময়ে অনেক কম খরচে এই প্রোজেক্ট বানিয়ে ফেলতে পারো ।
আমার যতোটা ধারনা তোমরা সকলেই বুঝতে পেরেছো কিকরে ওয়াটার লেভেল কন্ট্রোলার প্রোজেক্ট তৈরি করা হলো । এর পরেও যদি তোমাদের কোন প্রশ্নো থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো । আমরা চেস্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর যতো তারাতারি পারা যায় দেবার ।
আমাদের লিখাগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং শেয়ার করার মাধ্যমে অন্যদের জানার সুযোগ করে দেবে । সাথেয় থাকো সবাই EEEcareer এর ।
working priciple ta ektu dile valo hoi…
deya ache to vaiya,,,
7 volt er Battery diye ki ai project ti kora jave
যাবে
Regards for all your efforts that you have put in this. very interesting info .
এই কন্ট্রোলারটি কোথায় কিনতে পাবো, এর দাম কত?