কর কমিশন এ বিশাল নিয়োগ
আজ একটু ভিন্নরকম নিয়োগ বিজ্ঞপ্তি ( কর কমিশন ) নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে । ঢাকা কর অঞ্চল-৩ নতুন কিছু জনবল নিয়োগ প্রকাশ করেছে । এখানে ৯ টি পদে মোট ৪৬ জনকে নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়েছে ।
কর কমিশন এ যে পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন
নিচের তালিকাতে খুব সহজ ভাবে যাতে আপনারা বুঝতে পারেন সেইভাবে পদের নাম, পদের সংখ্যা এবং বেতন কেমন হবে সেটি তুলে ধরা হয়েছে ।
আরো চাকুরীর খবর এবং পড়ালেখা সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
পদের নাম : সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর ।
পদসংখ্যা: ২টি ।
বেতনস্কেল: ১১,০০০/- ২৬,৫৯০/ টাকা ।
পদের নাম: উচ্চমান সহকারী ।
পদসংখ্যা: ৮টি ।
বেতনস্কেল: ১০,২০০/- ২৪,৬৮০/ টাকা ।
পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর ।
পদসংখ্যা: ৫টি
বেতনস্কেল: ১০,২০০/- ২৪,৬৮০/ টাকা ।
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ।
পদসংখ্যা: ১৩টি
বেতনস্কেল: ৯,৩০০/- ২২,৪৯০/ টাকা ।
পদের নাম: গাড়িচালক ।
পদসংখ্যা: ১টি ।
বেতনস্কেল: ৯,৩০০/- ২২,৪৯০/ টাকা ।
পদের নাম: নোটিশ সার্ভার ।
পদসংখ্যা: ৪টি ।
বেতনস্কেল: ৮,২৫০/- ২০,০১০/ টাকা ।
পদের নাম: অফিস সহায়ক ।
পদসংখ্যা: ৪টি ।
বেতনস্কেল: ৮,২৫০/- ২০,০১০/ টাকা ।
আরো চাকুরীর খবর এবং পড়ালেখা সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
পদের নাম: নিরাপত্তা প্রহরী ।
পদসংখ্যা: ৮টি ।
বেতনস্কেল: ৮,২৫০/- ২০,০১০/ টাকা ।
পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী ।
পদসংখ্যা: ১টি ।
বেতনস্কেল: ৮,২৫০/- ২০,০১০/ টাকা ।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://tax3.teletalk.com.bd ওয়েভসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন । এই সাইটে গিয়ে আপনারা একদম নিশ্চিন্তে আবেদন করতে পারবেন । কারন উপরের দেয়া লিংকে আপনারা ক্লিক করলেই সরাসরি সরকারি ওয়েভসাইটে প্রবেশ করতে পারবেন ।
আপনাদের আবেদন করার শেষ সময় ২১/০১/২০১৯ তারিখ সকাল ১০টা থেকে ০৪/০২/২০১৯ তারিখ বিকাল ৫টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন । আপনাদের কোন প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারবেন । আমরা চেস্টা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর খুব দ্রুত দেয়ার ।
আপনারা সকলেই জানেন আমাদের এই ওয়েভসাইটেটি চাকুরীর খবর দেয়া সহ নানারকম ভাবে পরালিখাতে কিছুটা সাপোর্ট দিয়ে থাকে । আর এটির মূল উদ্দেশ্য হচ্ছে ইলেক্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক্স এর ভাই এবং বোনদের সকল ভাবে সাহায্য করা । আরো নতুন নতুন চাকুরীর খবর পেতে আপনারা সবাই EEEcareer এর সাথেই থাকুন । ভালো থাকুন এবং সুস্থ থাকুন সবাই ।
superb post
I enjoy the efforts you have put in this, regards for all the great articles.