নীতিমালা
১. আমাদের চিন্তাভাবনা তাদের নিয়ে,যারা চিন্তা করতে আগ্রহী । এটাই আমাদের নীতিবাক্য।
২. ইইই ক্যারিয়ার পেজের পষ্টগুলো অবশ্যই ইলেক্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক্স এর বিষয় নিয়ে করতে হবে, এখানে ইলেক্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক্স এর চাকরির জন্য উপকারে আসে এরকম পোস্ট করা যাবে।
৩. ইইই ক্যারিয়ার পেজে জীবনের নিরাপত্তার জন্য ইন্সুরেন্স নিয়ে পোস্ট করা যাবে।
৪. কোন ধর্ম অথবা রাজনৈতিক বিষয় নিয়ে কোনপ্রকার লিখালিখি করা যাবেনা ইইই ক্যারিয়ার পেজে।
৫. ইইই ক্যারিয়ার পেজের স্বার্থে কোন পোস্ট দেয়া হলে সেটা পেজ পরিচালকের বিবেচনায় আসতে হবে, পেজের গুণগত মান বজায় রাখার জন্য যেকোনো পোস্ট মুছে ফেলার ক্ষমতা রাখে পেজ মডারেটর ।
৬. কপিরাইট করা পোস্ট বাতিল বলে গণ্য হবে,ইইই ক্যারিয়ার পেজে কোন পোস্ট শেয়ার করতে চাইলে অবশ্যই নিজেকে লিখতে হবে।
৭. অন্য কোন ছাইটের ভিজিটর বাড়ানোর জন্য মার্কেটিং অথবা লিংক শেয়ার করা যাবেনা।
৮. কোন পোষ্টের ব্যাপারে কারো কোনপ্রকার আপত্তি থাকলে পেজ পরিচালকের কাছে জানাতে অনুরোধ করা হল, আপত্তিকর মন্তব্য কমেন্ট অংশে নিশিদ্ধ।