ফিউজ কাকে বলে এবং এর প্রকারভেদ নিয়ে বিস্তারিত আলোচনা
আজকে আমরা জানবো ফিউজ কাকে বলে এর প্রকারভেদ এবং কি কি উপাদান ফিউজ গঠিত সেটা সম্পর্কে । সাধারনত ব্যবহারের উপরে ভিত্তি করে ফিউজের নানারকম প্রকারভেদ হয়ে থাকে । আমরা আজ সেই প্রকারভেদগুলো জানবো । আমাদের আজকের লিখাতে আপনারা যেগুলো জানতে পারবেন সেগুলো প্রথমেই তুলে ধরা হলো ।
ফিউজ নিয়ে আজকের তথ্য সমুহঃ
১। ফিউজ কাকে বলে ?
২। ভোল্টেজের রেটিং অনুযায়ী ফিউজের প্রকারভেদ ।
৩। গঠন ও কারেন্ট বহন করার ক্ষমতার অনুযায়ী ফিউজের প্রকারভেদ ।
৪। ফিউজ তারের উপাদান কি কি ?
৫। ফিউজ তারের / এলিমেন্টের বৈশিষ্ট কি কি ?
এবার আমরা উপরের পয়েন্টগুলোর আলাদা আলাদা ভাবে বর্ণনা জানবো ।
ফিউজ কাকে বলে ?
সহজ কথায় ফিউজ একটি খাটো, সরু এবং কম গলনাঙ্কবিশেস পরিবাহি তার যেটা বৈদ্যুতিক বর্তনীতে সংযুক্ত থেকে নির্দিষ্ট পরিমানের কারেন্ট বহন করে অনির্দিষ্ট কালের জন্য । যখন নির্দিষ্ট পরিমানের কারেন্টের থেকে বেশি কারেন্ট প্রবাহিত হতে যায় তখন এটি নিজে গলে যায় এবং বৈদ্যুতিক বর্তনীকে সরবরাহ হতে বিচ্ছিন্ন করে ফেলে ।
ভোল্টেজের রেটিং অনুযায়ী ফিউজের প্রকারভেদ
ভোল্টেজের রেটিং অনুযায়ী ফিউজেকে প্রধানত দুই(০২) ভাগে ভাগ করা হয়েছে, যথাঃ
- উচ্চ চাপের ফিউজ (High Voltage Fuse)
- নিম্ন চাপের ফিউজ (Low Voltage Fuse)
এই উচ্চ চাপ এবং নিম্ন চাপের ফিউজগুলোকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে । প্রথমেই আমরা জানবো উচ্চ চাপের ফিউজগুলোর শ্রেণীবিভাগ ।
উচ্চ চাপের ফিউজ সমূহ
- ড্রপ-আউট ফিউজ (Drop Out Fuse) ।
- কাট্রিজ ফিউজ (Cartridge Fuse) ।
- হর্ন গ্যাপ ফিউজ (Horn Gap Fuse) ।
- স্ট্রাইকার ফিউজ (Striker Fuse) ।
- তরল ফিউজ (Liquid Fuse) ।
- এক্সপালসন ফিউজ (Expulsion Fuse) ।
- মেটাল ক্লাড ফিউজ (Metal Clad Fuse) ।
নিম্ন চাপের ফিউজ সমূহ
- উচ্চ-বিদারন ক্ষমতা সম্পন্ন কাট্রিজ ফিউজ (High Rupturing Cartridge Fuse) ।
- এইচ আর সি ট্রিপিং যন্ত্রসহ ফিউজ (H.R.C Fuse with Tripping Devices) ।
- আংশিক ঢাকা রিওয়ার্যবল ফিউজ (Semienclosed Re-Wireable Fuse) ।
গঠন ও কারেন্ট বহন করার ক্ষমতার অনুযায়ী ফিউজের প্রকারভেদ
১।সেমি-ইনক্লজড বা রিওয়ার্যবল ফিউজ
এর কারেন্ট বহন ক্ষমতা হচ্ছে
- এর স্বাভাবিক কারেন্ট হচ্ছে 16A, হচ্ছে এবং ব্রেকিং কারেন্ট হচ্ছে 2kA ।
- এর স্বাভাবিক কারেন্ট হচ্ছে 200A, এবং ব্রেকিং কারেন্ট হচ্ছে 4kA ।
- এর স্বাভাবিক কারেন্ট হচ্ছে 500A, এবং ব্রেকিং কারেন্ট হচ্ছে 4kA ।
২। এক্সপালসন টাইপ
৩। কাট্রিজ টাইপ
কাট্রিজ টাইপ ফিউজ আবার দুই ধরনের হয়ে থাকে ।
(ক। ডি-টাইপ, খ। লিংক টাইপ)
৪। ড্রপ-আউট টাইপ
৫। লিকুইড ফিউজ
এটি আবার তিন প্রকার, যথাঃ
- ওয়েল ব্লাস্ট ।
- ওয়েল ব্রেক ।
- ওয়েল এক্সপালশন ।
.৬। মেটাল ক্লাড টাইপ
ফিউজ তারের উপাদান কি কি ?
ফিউজ তারের উপাদান বা ফিউজিং এলিমেন্ট হিসেবে নিম্নে উল্লেখিত পদার্থগুলি ব্যবহার করা হয়ে থাকে ।
ক। কপার খ। সিলভার গ। টিন ঘ। জিঙ্ক ঙ। অ্যান্টিমনি চ। অ্যালুমিনিয়াম ছ। লেড সহ নানারকম পদার্থ ব্যবহার করা হয় ।
ফিউজ তারের / এলিমেন্টের বৈশিষ্ট কি কি ?
অবশ্যই ফিউজ তারের / এলিমেন্টের বাধ্যতামূলক কিছু বৈশিষ্ট থাকতে হয় । চলুন এই বৈশিষ্টসমূহ জেনে নেই এবার ।
- এগুলো দামে সস্তা হয় (যেমন- টিন, লেড, কপার) ।
- লো-মেল্টিং পয়েন্ট হতে হয় (যেমন-টিন, লেড) ।
- অক্সিডেশনের ক্ষতিকারক প্রভাব হতে মুক্ত (যেমন- সিলভার) ।
- হাই-কন্ডাকটিভিটি হতে হয় (যেমন- কপার, সিলভার) ।
ফিউজ কাকে বলে এবং এর প্রকারভেদ নিয়ে আমাদের লিখা এই পর্যন্তই ছিল । আমরা খুব শিগ্রই বিভিন্ন রকম ফিউজ সম্পর্কে বিস্তারিত লিখা নিয়ে আপনাদের মাঝে হাজির হবো । আপনাদের ফিউজ নিয়ে কোন প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন । লিখাগুলো ভালো লাগলে কমেন্ট করে আমাদের জানাবেন আশা করছি । আপনাদের সন্তুষ্টি এবং আমাদের প্রচেস্টা এক হলেই কেবল আমরা সকলেই একসাথে এগোতে পারবো, EEEcareer এর পক্ষ থেকে সবাইকে শুভ কামনা ।
ধন্যবাদ
আমাদের সাথেই থাকুন ।
Nice
ধন্যবাদ, আমাদের সাথেয় থাকুন ।
Asa Kori amra Ro valo lekha pabo
ধন্যবাদ, আমাদের সাথেয় থাকুন ।
very nice devices to work with. thanks for your info
আমাদের সাথেয় থাকুন ।
wow! this is cool Information
Stay with us..