পাওয়ার সেক্টর সম্পর্কিত সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নো এবং উত্তর Power Plant Bangla
পাওয়ার সেক্টর সম্পর্কিত (Power Plant Bangla)সবথেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলী আপনারা পরতে পারবেন আজকের লিখা থেকে। সাধারণত পাওয়ার সেক্টরের প্রায় সকল ভাইভাতেই অথবা প্রায় সকল চাকুরীর পরীক্ষাতেই এখান থেকে প্রশ্নো আপনারা পাবেন। আজকের লিখাটি এমনভাবে সাজানো হয়েছে যেখান থেকে আপনারা সকলেই একেবারে সঠিক এবং সুনির্দিষ্টভাবে উত্তর পেয়ে যাবেন ।
আজকে মুল ৩টি বিষয় হতে চলেছেঃ(Power Plant Bangla)
১।পাওয়ার প্ল্যান্ট থেকে আশা কমন কিছু প্রশ্নো এবং উত্তর।
২।পিকিং পাওয়ার প্লান্ট সম্পর্কিত তথ্য।
৩।বাংলাদেশের বিদ্যুৎ খাত সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
চলুন এবার তাহলে আমপ্রা উপরের এই ৩টি বিষয় নিয়ে বিস্তারিত জানি এবার।
পাওয়ার প্ল্যান্ট থেকে আশা কমন কিছু প্রশ্নো এবং উত্তর
১।সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্ট কনটি?
উঃ আশুগঞ্জ ।
২।বড় পুকুরিয়া কয়লাবিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি কত
উঃ ৫২৫ মেগাওয়াট ।
৩।রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হবে?
উঃ ইউরেনিয়াম-২৩৫ ।
৪।রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি সাপ্লাই করবে কোন দেশ?
উঃ রাশিয়া ।
৫।রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একবার জ্বালানি দিয়ে কত বছর চলবে?
উঃ ৬০ বছর ।
ইউটিলিটি এবং পাওয়ার প্লান্ট নিয়ে জানতে এখানে ক্লিক করুন
চাকুরির সকল ভাইভা প্রশ্নো এবং উত্তর জানতে এখানে ক্লিক করুন
৬।বাংলাদেশের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় হবে?
উঃ হিজলা, বরিশাল ।
৭।CCPP এর অর্থ কিথ?
উঃ কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট ।
৮।সবচেয়ে কম খরচে কোন জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়?
উঃ প্রাকৃতিক গ্যাস, খরচ পরে ২.৮টাকা ।
৯।বাংলাদেশে ভারত থেকে কি পরিমাণ বিদ্যুৎ নিয়ে আসা হয়?
উঃ ১১৬০ মেগাওয়াট ।
১০।বাংলাদেশে শীতকালে বিদ্যুৎ চাহিদা কত?
উঃ শীতকালে মোট চাহিদার ৫০-৬০% হয় ।
১১।কয়লা বিদ্যুৎ কেন্দ্রে কোন গ্রেডের কয়লা ব্যবহার করা হয়ে থাকে?
উঃ বিটুমিনাস অথবা সাব-বিটুমিনাস ।
১২।HSD এর অর্থ কী?
উঃ HIGH SPEED DIESEL
১৩।HFO এর অর্থ কী?
উঃ HEAVY FUEL OIL
১৪।সবচেয়ে বেশী পাওয়ার জেনারেট করা হয় কোন জ্বালানি দিয়ে?
উঃ প্রাকৃতিক গ্যাস মোট পাওয়ারের ৬৩% ।
১৫।কত সালে বাংলাদেশ শতভাগ বিদ্যুৎয়িত হবে?
উঃ ২০২১ সালে হবে বলে সরকার ঘোষণা দিয়েছে ।
১৬।বাংলাদেশের মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন কত?
উঃ ৫১০ কিলোওয়াট আওয়ার ।
১৭। জলবিদ্যুৎ কেন্দ্র কয়টি ও এর ক্ষমতা কত?
উঃ ১টি, এটি ২৩০মেগাওয়াট ।
১৮।বাংলাদেশে ৪০০ কেভি লাইন কয়টি?
উঃ মোট ৬টি ।
১৯।বাংলাদেশে ৭৬৫ কেভি লাইন কোথায় হচ্ছে?
উঃ ভুলতা ।
২০।রামপাল কয়লাবিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি কত?
উঃ ১৩২০ মেগাওয়াট ।
২১।মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি কত?
উঃ ১২০০ মেগাওয়াট ।
২২।পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি কত?
উঃ ১৩২০ মেগাওয়াট ।
২৩।রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি কত?
উঃ ২*১২০০= ২৪০০ মেগাওয়াট ।
ইউটিলিটি এবং পাওয়ার প্লান্ট নিয়ে জানতে এখানে ক্লিক করুন
চাকুরির সকল ভাইভা প্রশ্নো এবং উত্তর জানতে এখানে ক্লিক করুন
পিকিং পাওয়ার প্লান্ট সম্পর্কিত তথ্য
সংজ্ঞাঃ একেবারে সহজ ভাষায় পিকিং পাওয়ার প্লান্ট এর সংজ্ঞা দিতে গেলে বলা চলে, যে যায়গা বা স্থান হতে যখন কেবল গ্রাহকের স্বাভাবিকের তুলনায় অতরিক্ত বিদ্যুৎ এর প্রয়োজন পরার কারনে বিদ্যুৎ সরবরাহ করা হয় তাকে পিকিং পাওয়ার প্লান্ট । সাধারণত একে হাই বা পিক ডিমান্ড বলা হয়।
বাংলাদেশের কোথায় কোথায় পিকিং পাওয়ার প্লান্ট অবস্থিত এবং সেগুলো হতে কি পরিমান পাওয়ার গ্রহন করা হয় সেটাই এখানে তুলে ধরা হয়েছেঃ এখানে চট্টগ্রামের দোহাজারীতে ১০০ মেগাওয়াট, কক্সবাজারে ৫০মেগাওয়াট, আশুগঞ্জ অথবা ঘোড়াশালে ২০০ মেগাওয়াট, রাজশাহীর কাটাখালীতে ৫০ মেগাওয়াট, ফরিদপুরে ৫০মেগাওয়াট, গোপালগঞ্জে ৫০মেগাওয়াট, খুলনায় (দক্ষিণ) ১০০ মেগাওয়াট,পাবনার বেড়াতে ৫০মেগাওয়াট, নওগাঁয় ৫০মেগাওয়াট, ঠাকুরগাঁওয়ে ৫০মেগাওয়াটের পিকিং পাওয়ার প্লান্ট রয়েছে।
বাংলাদেশের বিদ্যুৎ খাত সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত দেশে মোট স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট ছিলো?
উঃ ১৬,০৪৬ মেগাওয়াট ।
প্রশ্নঃ ১৯ মার্চ ২০১৮ পর্যন্ত সর্বোচ্চ কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছেলো?
উঃ ১০,০৮৪ মেগাওয়াট ।
প্রশ্নঃ ২০২১ সালের মধ্যে সরকারের কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা আছে?
উঃ ২৪,০০০ মেগাওয়াট ।
প্রশ্নঃ ২০৩০ সালের মধ্যে সরকারের কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করেছে?
উঃ ৪০,০০০ মেগাওয়াট ।
প্রশ্নঃ ২০৪১ সালের মধ্যে সরকারের কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে?
উঃ ৬০,০০০ মেগাওয়াট ।
প্রশ্নঃ বর্তমানে বিদ্যুৎ বিতরণ খাতে কয়টি সংস্থা দায়িত্ব পালন করছে?
উঃ ৬ টি ।
প্রশ্নঃ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (BREB) এর অধীনে পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে কতটি?
উঃ ৮০ টি ।
প্রশ্নঃ বাংলাদেশ কোন দেশ থেকে বিদ্যুৎ আমদানি করে?
উঃ ভারত ।
প্রশ্নঃ বাংলাদেশ ভারত থেকে কত মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে?
উঃ ৬৬০ মেগাওয়াট, পশ্চিমবঙ্গের বহরমপুর থেকে ৫০০ মেগাওয়াট এবং ত্রিপুরার পালাটানা থেকে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে ।
প্রশ্নঃ ভারত ছাড়া আর কোন কোন দেশ থেকে বিদ্যুৎ আমদানি করার পরিকল্পনা রয়েছে?
উঃ নেপাল, ভুটান ও মায়ানমার থেকে বিদ্যুৎ আমদানি করার পরিকল্পনা রয়েছে ।
ইউটিলিটি এবং পাওয়ার প্লান্ট নিয়ে জানতে এখানে ক্লিক করুন
চাকুরির সকল ভাইভা প্রশ্নো এবং উত্তর জানতে এখানে ক্লিক করুন
পাওয়ার সেক্টর সম্পর্কিত (Power Plant Bangla) তথ্য নিয়ে আমাদের আজকের লিখা এই পর্যন্তই। আপনাদের যদি কোন প্রশ্নো থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে করতে পারেন আমরা উত্তর দেয়ার চেষ্টা করবো। আর আমাদের লিখাগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের অনুপ্রানিত করে এবং আপনাদের জন্য আরো নতুন নতুন লিখা নিয়ে হাজির হওয়ার ইচ্ছা বাড়িয়ে দেয়। ভালো থাকবেন সবাই, সাখেয় থাকুন EEEcareers এর।
vai PDF file ta ki pate pari… email address dilam….
Very Nice.
Thank you.
Thanks
Welcome vai